সরকার নিবন্ধিত, অরাজনৈতিক, যুব উন্নয়ন ভিত্তিক সামাজিক সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল (এনওয়াইএম) ইয়ুথ ফাউন্ডেশনের ছয়দিনের আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ শেষ হয়েছে।
সংগঠনের আত্নকর্মসংস্থান প্রকল্প ও যুব উন্নয়ন অধিদপ্তর চন্দনাইশের যৌথ উদ্দ্যোগে ৬দিন ব্যাপী “পারিবারিক হাঁস মুরগী পালন ও কৃষি ভিত্তিক” প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এতে চন্দনাইশের বেকার ৩০ জন যুব-যুবতী অংশগ্রহণ করেন।
গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৬ দিনের প্রশিক্ষণ ২৫ অক্টোবর বৃহস্পতিবার সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন আফমাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আনম আবু সালেহ,সহকারী অফিসার আইয়ুব খান সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করা সম্ভব। বেকারত্ব মুক্ত করে সুখী, সম্মৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ গড়তে, সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বাড়াতে হবে। বেকারত্ব দূর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে।
Leave a Reply