জাতীয় পার্টির ভ্যানগার্ড জাতীয় যুব সংহতি কে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বিরোধী দলীয় উপনেতা জননেতা জি এম কাদের এমপির হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করতে হবে – আসিফ শাহরিয়ার।
গতকাল বিকাল ০৪টায় জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীদের সাথে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক এর এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আহবায়ক ও কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অধ্যাপক এ, কে,এম নূরুল বশর (সুজন)। মহানগর সদস্য ও কোতোয়ালী থানা আহবায়ক মেজবাহ উদ্দিন (তুষার) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান তরুণ যুব নেতা সাবেক এমপি আসিফ শাহরিয়ার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন সিদ্দিকী, জাতীয় যুব সংহতি সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম সাইফুল্লাহ সাইফু, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম টিপু, নূর মোহাম্মদ তালুকদার, জাতীয় যুব সংহতি চান্দগাঁও থানার আহবায়ক মনসুর আহমেদ, আকবর শাহ থানা আহবায়ক কামাল উদ্দিন মাসুদ, বাকলিয়া থানা আহবায়ক অধ্যাপক রাশেদ, খুলশী থানা সভাপতি এম এইচ রন্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হোসেন,সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, বায়েজিদ থানা য়ুগ্ম আহবায়ক আরশাদ হোসেন ও মোহাম্মদ এনামুল হক,চকবাজার থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম, কোতোয়ালী থানা সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ, মহানগর নেতা ওবায়দুর রহমান, মোহাম্মদ বাহাদুর,মোহাম্মদ রাসেল, জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম মহানগর আহবায়ক মোহাম্মদ শরীফুল মোল্লা নিরব প্রমুখ।
প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টির ভ্যানগার্ড জাতীয় যুব সংহতি কে পল্লী বন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভূলে কাজ করতে হবে। আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টি কে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে এবং সে কাজে জাতীয় যুব সংহতি কে অগ্রনী ভূমিকা রাখতে হবে। জাতীয় যুব সংহতিতে প্রস্তাবিত কমিটি নামক কোন শব্দ গঠনতন্ত্রে নেই । কেউ অসাংগঠনিক ও অসাংবিধানিক কর্মকান্ডে লিপ্ত থাকলে তাকে বা তাদের কে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখতে হবে কেউ দলীয় আইনের বাইরে নয় এবং দলকে সম্মান করতে হবে। তিনি দলের মাননীয় চেয়ারম্যান জননেতা জি এম কাদের এমপির হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
Leave a Reply