মো: শহীদুল্লাহ্ সজীব:
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির ঈদ পূণমিলনী ও ২৬ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর লায়ন মোহাম্মদ ইলিয়াছ এর সংবর্ধনা অনুষ্টান ফিরিঙ্গি বাজারে জাহিদ ম্যানশনে অনুষ্টিত হয়। ক্নাব সেক্রেটারি লায়ন জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন লায়ন ওমর ফারুক মুন্না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর (নির্বাচিত) লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শামসুল হক, জিএসটি সমন্বয়কারী লায়ন মোহাম্মাদ শওকত আলী চৌধুরী এমজেএফ।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন ইয়াসিন চৌধুরী, গভর্ণর এডভাইজর লায়ন মামুনুর রশীদ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, লায়ন কবিরুল ইসলাম, লায়ন ইঞ্জিনিয়ার মুকুল সরকার, জোন চেয়ারপারসন লায়ন আবদুল মান্নান ভূইয়া, ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন নাজমুল ইসলাম, নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মঞ্জুর আলম, সেক্রেটারি লায়ন এডভোকেট নুরু উদ্দীন আরিফ চৌধুরী, ট্রেজারার বিপুল কুমার বল, লায়ন ইয়াসমিন কবির, লায়ন মোহাম্মদ আলমগীর, লায়ন মোহাম্মদ সাখাওয়াত সহ অন্যান্য লায়ন্সবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫-বি৪ এর রিজিওন ডিরেক্টর (হেডকোয়ার্টার-১) লিও মো. সাইফুল ইসলাম, রিজিওন ডিরেক্টর লিও মো: শহীদুল্লাহ সজীব, জোন ডিরেক্টর লিও মাইনুল হাসান রিয়াদ, ডিস্ট্রিক্ট ডিরেক্টর ও ক্লাব সভাপতি লিও শাকিল মোহাম্মদ ইমন, নব নির্বাচিত প্রেসিডেন্ট লিও মাকসুদা আক্তার রিমা, সেক্রেটারি লিও মো. মাহি বিন জামান, ট্রেজারার লিও মো. তুহিন অভি, জয়েন্ট সেক্রেটারি লিও আমিনা খাতুন সহ অন্যান্য লিওবৃন্দ।
Leave a Reply