“ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর উদ্যোগ নিন। পাড়া মহল্লায় ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করুন।” মানুষ বাচাঁও।
গণ অধিকার চর্চা কেন্দ্র ও জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির উদ্যোগে আজ ১২/৯/২৩ মঙ্গলবার বিকাল ৫টায় আতুরার ডিপু, হাসেম বাজারে জমায়েতে সভাপতিত্ব করেন ক্যাবের যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সন্চালনা ছিলেন আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটি। বক্তব্য রাখেন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা মাহফুজুর রহমান, জাসদ নেতা সুযশময় চৌধুরী, মহিলা আওয়ামী লীগের নেত্রী হাসিনা আক্তার টুনু, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি আসমা আক্তার, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিন্সন ভৌমিক, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি এম নুরুল হুদা চৌধুরী, গণসংহতি আন্দোলনের মিজানুর রহীম চৌধুরী, গণ অধিকারচর্চা কেন্দ্রের সুজা উদ্দোলা বাবুল, কাজী রাজেস ইমরান, মশিউর রহমান খান, পরিবেশ কর্মী মোরশেদ আলম, মো. আইনুল আলম ডিউক, আবদুল মালেক সুমন, হাসান শহীদ রানা,মো ইলিয়াস, মাহবুবুর রহমান দূর্জয়, মীর সাকিব প্রমুখ।
বক্তারা বলেন ডেঙ্গু নিয়ন্ত্রণে সময়ক্ষেপণ না করে দ্রুত কার্যকর উদ্যোগ নিন। পাড়া মহল্লায় ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করুন।”
ডেঙ্গু থেকে জনগণকে বাচাঁতে গণসচেতনতা সৃস্টি করতে, পাড়া মহল্লা ডেঙ্গু প্রতিরোধ কমিটি গঠন করুন।।
চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃশ্যমান কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন,অবিলম্বে চসিক, জেলা প্রশাসনও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে দ্রুত কার্যকর ব্যাবস্থা গ্রহনের জন্য দাবী জানানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহের দাবী জানান।
গণ সচেতনতা তৈরিতে পাড়া মহল্লায় কমিটি গঠনেরও দাবী জানানো হয়।
Leave a Reply