১৪ জানুয়ারি রোজ শুক্রবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দুই টাকায় স্কুলের শিশুদের নিয়ে স্বল্প পরিসরে পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় ফাউন্ডেশনের মহাসচিব ও দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন, আমরা সবসময় চেষ্টা করি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ উৎসব ভাগাভাগি করে তাদের বিনোদন দিতে। আর তাই আজকের সামান্য পিঠা উৎসবের আয়োজন করলাম। তিনি আরও বলেন, শিশুদের বেশি কোন কিছুর লোভ বা চাহিদা থাকে না তারা শুধুমাত্র অল্পতেই খুশি আর তাই সকলের উচিত শিশুদের কে বিনোদনের মাধ্যমে তাদের জন্য কাজ করা।
এই সময় উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, দুই টাকায় স্কুল এর শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম, তিসা আক্তার, তন্নী আক্তার ও সাইমা আক্তার প্রমুখ।
Leave a Reply