মহানগর প্রতিনিধি, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহরস্থ মাইট্টাল্লে খাল পাড়ে ময়লার স্তূপ থেকে আছল আলী (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে ওই লাশটি উদ্ধার করা হয়। গাইবান্ধা জেলার শাখহাট থানা এলাকার মৃত কামাল শেখের ছেলে আছর আলী। সে ভিক্ষাবৃত্তি করে চলত বলে জানিয়েছে পুলিশ।
ইপিজেড থানার ওসি (তদন্ত) মো. নুরুজ্জামান দৈনিক একুশে সংবাদকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খালের পাশ থেকে আছর আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রথমে পরিচয় পাওয়া না গেলেও পরে তার লাশ শনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, বৃদ্ধ আছর আলী ভিক্ষা করত। সে মৃগী রোগী ছিলো বলে ধরণা করা হচ্ছে। হয়তো প্রস্রাব করতে গিয়ে খালে পড়ে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply