নড়াইলের লোহাগড়া হিন্দু বাড়ীতে হামলা অগ্নিসংযোগ, লুটপাট,মন্দিরে হামলা,এবং হিন্দুদের ব্যাবসা প্রতিষ্টানে হামলা, লুটপাটের ঘঠনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলা শাখা,সোমবার (১৮ই জুলাই) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে চট্টগ্রামের ভিবিন্ন উপজেলার সনাতনীরা অংশগ্রহন করেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জাগো পরিষদের সভাপতি রুবেল কাম্তি দে।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক টিটু শীল।অমিত পালিয়ালের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি মিলন শর্মা প্রধান উপদেষ্ঠা, জাগো হিন্দু পরিষদ,চট্টগ্রাম,প্রিতম দেবনাথ, যুগ্না সাধারন সম্পাদক কেন্দ্রিয় কমিটি,সুব্রত দাশ আকাশ,লিপন সিংহ,হিরু সুশীল,লিটু সূত্রধর,রুপন দেওয়ানজী,জুয়েল আইচ,শ্যামল দাশ,অন্তর আর্চায্য, পবন আর্চায্য সহ উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক কর্মীবৃন্দ সহ বক্তারা বলেন সরকার আসে সরকার যায় কিন্তু সনাতনীদের উপর হামলা বন্ধ হয় না।বর্তমানে সনাতনীদের নিধনের হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হচ্ছে ফেইসবুককে আর ডিজিটাল সিকিউরিটি আইনটি যেন কেবল হিন্দুদের নিয়ন্ত্রন করার জন্য।দেশের বিভিন্ন জায়গা চলছে অমানবিক নির্যাতন।কিন্তু সরকার কোন ব্যাবস্তা বা প্রতিকার করেনি।মিথ্যা গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়ী ঘর জ্বালানো পোড়ানো হচ্ছে।দেখা যাচ্ছে যারা হিন্দুদের ঘরে আগুন দিচ্ছে তাদের পুলিশ গ্রেফতার না করে যারা কোন প্রকার অপরাধ করে নাই সেই সব হিন্দুদের গ্রেফতার করা হচ্ছে।স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখনো পযন্ত কোন সাম্প্রদায়িক হামলার বিচার হয় নাই।এই বিচারহীনতার সংস্কৃতির কারনে সাম্প্রদায়িক হামলা বন্ধ হচ্ছে না।তাই হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ কে রক্ষায় সুরক্ষা আইন প্রনয়ন করা জরুরী।সাথে সাথে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
Leave a Reply