পলাশ সেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
নুসরাত জাহান (ঝুমুর) এবারের এসএসসি পরীক্ষায় বলুয়ারদীর্ঘি সিটি কর্পোরেশনের গ্রালন্স হাই স্কুল থেকে সাইন্স বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ছে।
নুসরাত জাহান (ঝুমুর) চট্টগ্রাম নগরীর বেলাখান বাড়ীর ব্যাবসায়ী রফিকুল ইসলামের নাতনী,সৌদি প্রবাসী হাজী জামালের ২য় কন্যা হয়।
নুসরাত জাহান (ঝুমুর) উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায়। তার এ ফলাফলের জন্য বাবা-মা ছাড়াও স্কুলের শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছে।
Leave a Reply