এবি রহমানঃ
পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম এর নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদে আসর পটিয়া ইন্দ্রপুলস্থ বায়তুশ শরফ জব্বারিয়া কমপ্লেক্স হলরুমে প্রেসক্লাব সভাপতি এটিএম তোহা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া। প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ গোলাম কাদের এর পরিচালনায় শোক সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখছেন পটিয়া পৌরসভা জামায়াত ইসলামী বাংলাদেশ সভাপতি মাষ্টার সেলিম উদ্দিন, শিক্ষাবিদ মাহমুদ মাষ্টার, উপজেলা এলজিইডি উপ সহকারী প্রকোশলী শফিকুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট দেলোয়ার, পটিয়া ক্লাব এডক কমিটির সদস্য বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য ও জাসাস নেতা নাসির উদ্দিন, ব্যবসায়ী রাশেদুল ইসলাম, যুবদল নেতা আজাদ হাসান রিপন ব্যাংকার রবিউল হোসেন, মাওলানা জাফর আহমদ, পটিয়া প্রেসক্লাব সহ সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, কার্যকরী সদস্য রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নিরব, শহিদুল ইসলাম, সাংবাদিক এবি রহমান, প্রয়াত প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম এর পুত্র ফাহিম, তুহিন প্রমুখ। কুরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মাওলানা আনিসুল রহমান।
বক্তারা বলেন সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে জীবনে ভাল কাজ করলে ইহকাল ত্যাগ করলে পরকালেও আল্লাহর কাছে পুরস্কৃত হবে । পটিয়া প্রেসক্লাব প্রয়াত সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম উন্নত জীবনের হাতছানি ছিল, কিন্তু সেদিকে তিনি নজর দেননি। সাংবাদিককতা পেশায় তিনি পটিয়ার গনমানুষের কল্যাণে কাজ করতে সব সময় ছুটে বেড়িয়েছেন গ্রামগঞ্জে। সাংবাদিক নুরুল ইসলাম মৃত্যুর পরও মানুষের মধ্যে আজীবন বেঁচে থাকবেন।
প্রধান অতিথি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। সাংবাদিকদেরপটিয়ার অনিয়ম, দূর্নীতিবাজদের বিরুদ্ধে লেখনির মাধ্যমে ছাড় না দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি পটিয়ার সাংবাদিকদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
Leave a Reply