ইসমাইল ইমন, বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা প্রশাসন এর উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করে। দিবসটি উপলক্ষে প্রথমে পিরোজপুর-১ আসনের সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়, পরবর্তীতে জেলা প্রশাসন,জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ পুষ্পমাল্য অর্পণ করেন।পরবর্তীতে জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানে যোগদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহান(পিপিএম, সেবা),
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা,যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু,জেলা সাবেক মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী,
যুবলীগ এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী সদস্য কামরুজ্জামান খান শামিম,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা,সহ সভাপতি লুবনা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রাসেল সিকদার,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল সেখ রুবেল,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক সহ প্রমূখ।সভায় বক্তারা বঙ্গমাতার স্বাধীন বাংলাদেশে অবদান।দেশে স্বাধীনতা পরবর্তীকালে নারী জাগরণে বঙ্গমাতার অবদান উল্লেখ করা হয়।
Leave a Reply