চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালীর ঐতিহ্যবাহী সিকদার পরিবারের বিশিষ্ট জমিদার আলহাজ্ব ফজল আহমদ সিকদারের ৫ম সন্তান আলহাজ্ব আবছার কামালের একমাত্র পুত্র প্রকৌশলী আশরাফ কামাল হিমেলের পিএইচডি ডিগ্রি অর্জন।
প্রকৌশলী আশরাফ কামাল হিমেলের পিতা আবছার কামাল গ্রামীণ শক্তি এবং গ্রামীণ মৎস ও প্রাণিসম্পদ ফাউন্ডেশন এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন এবং তার মাতা হাছিনা জাহান একজন গৃহিণী।
প্রকৌশলী আশরাফ কামাল হিমেল ২০১৪ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে (সিভিল) স্নাতক ডিগ্রি অর্জন করেন।
২০১৮ সালে স্কলারশিপ নিয়ে আমেরিকার আরকানসেস ইউনিভার্সিটি থেকে এমএস ডিগ্রি অর্জন করেন এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
হিমেলের বড় ভাই মোঃ ফজলুল কাইয়ুম সিকদার বিএ(অনার্স)এমএ যুগান্তরকে বলেন, আশরাফ কামাল হিমেলের পিএইচডি ডিগ্রি অর্জন সিকদার পরিবার তথা পুরো কক্সবাজারবাসীকে ধৈন্য করেছে। ছোট ভাইয়ের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে পেশাগত জীবনের সাফলতা কামনা করেন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে তাঁর এই সাফল্য কার্যকর ভুমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।
Leave a Reply