মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) বিকেলে বাকলিয়া থানাধীন লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে এক প্রস্তুতিমূলক কর্মীসভা সম্পন্ন হয়।
চসিক ১৯ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মনসুর আলম রনি ও আমিনুল ইসলাম আমিন এর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ পাল দেবু। প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরজু, জহির, আসিফ, আমির, সোহেল, সুমন ইয়াসিন, সানি, হেলাল,
সাইমন, বাবু, শাকিল, আকাশ, শরিফ, রকি, রাবিন, আকবার, রাসেল, আনানসহ অনেকে।
কর্মীসভা শেষে মাননীয় জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply