মুহাম্মদ টিপু সুলতান:বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের একক নাম উপজেলা প্রশাসন।বর্তমানে বাংলাদেশের ৮টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৪৯৫ টি উপজেলা বিদ্যামান।একজন পার্লামেন্ট সদস্যের সঙ্গে বেঞ্চ ছাউনিগুলো মতো রুটিন করে চলার পথ মসৃণ করতে পারলে উপজেলার একজন আদর্শ চেয়ারম্যান শিক্ষা,সামাজিক,অর্থনীতি ও সর্বোপরি রাস্ট্রের উন্নতির ফাস্ট ভুমিকা রাখতে পারলে অবশ্যই জনগণ উপকৃত হবে।
এক্ষেত্রে বাংলাদেশের অন্যসব থানা-উপজেলার সাথে সঙ্গতি রেখে চিন্তা করলে অবশ্য বুঝতে পারবেন;হাটহাজারী উপজেলাটির ভিন্ন ধারার অনন্য চিত্র!
আপনি নিজেকে সহজে বুঝবেন হাটহাজারী কি কি কারণে প্রশাসনিক ভাবে প্রশংসিত?একটি উন্নত সমীক্ষা করবেন কি?সমীক্ষার সমীকরণ সমাধান কেন প্রয়োজন?এসব বিষয়ে কি নেতৃত্বের ক্ষেত্রে সুন্দর সাহসী পুরুষের প্রয়োজন আছে কি?
আপনি এ-সব বিষয়ে নিজেকে সহজে ভাবেন?অতপর অবশ্য সমাধানের পথ পাবেন।
এ উপজেলাটিতে রয়েছে একটি আধুনিক গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান;চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,আরবি বিশ্ববিদ্যালয়,কৃষি বিশ্ববিদ্যালয়,একটি আধুনিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র;চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট,আন্তর্জাতিক মৎস প্রজনন কেন্দ্র;হালদা মৎস হেরিটেজসহ রয়েছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ক স্হাপনা।যা অন্যসব থানা-উপজেলা থেকে আপনার-আমার শ্রেষ্ঠত্বের প্রমাণে এই এলাকাটি যথেষ্ট পরিমাণে সমাদৃত!আপামর জনসাধারণের ও বৈশ্বিক শিক্ষা এবং অর্থনীতিকে দারুণভাবে সমৃদ্ধিতে স্থায়ী রূপ দিয়ে যাচ্ছে।
সে জন্যে আপনি আমি সকলের আয়োজনে দূরদর্শী চিন্তায় একজন সহনশীল আদর্শের মানুষকে বেঁচে নেয়া জরুরী এবং আদর্শের লড়াইয়ে পক্ষের সঙ্গে থাকতে গিয়ে,লক্ষ্যচ্যুত হবেন না।মতানৈক্য বা সংঘাত সংঘর্ষের পথ পরিহারে সবাই একমত থাকবেন।অতপর একটি অতি মূল্যবান ভোট দিয়ে সাধারণ জনগণের বন্ধুকে নির্বাচিত করবেন।-ইনশা-আল্লাহ!
যাতে দেশের সামগ্রিক ও কাঙ্খিত উন্নয়ন এর লক্ষ্যে পৌঁছা যায় সে লক্ষ্যে ২১ মে এবং বাকী সব উপজেলার নির্বাচনের শুভদিনে একজন সুন্দর ও আদর্শ মনের মানুষের বিজয় হোক,সে প্রত্যাশায়।
Leave a Reply