বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে লায়ন এম জাফর উল্লাহ (এমজেএফ)চেয়ারম্যান মনোনীত হওয়ায় ৭ নভেম্বর চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সংবর্ধনার আয়োজন করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলীর পরিচালনায় ও সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ এর সভাপতিত্ব প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নবনির্বাচিত চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ (এমজেএফ)।
এই সময় লায়ন জাফর উল্লাহ বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি এবং আমাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন আমি যতদিন আছি ততদিন চেয়ারম্যান হিসেবে নয় আপনাদের সেবক হিসেবে অধিকার বঞ্চিত ও অবহেলিত মানুষের সেবায় কাজ করে যেতে চাই। এই জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী আপেল, ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ, যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ রাজু, উৎপল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ শহিদুল ইসলাম,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামসুন নাহার সামু, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, সদস্য মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
এই সময় নবনির্বাচিত চেয়ারম্যান কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
Leave a Reply