১৮ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় চুনারুঘাট ইন্টারনেশনাল স্কুল মাঠে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চুনারুঘাট উপজেলা শাখা কমিটির অভিষেক ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম দুর্জয়ের সঞ্চালনায় ও সভাপতি এস এম ফরিদ আহমেদ জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, সকল শিশুর অধিকার সুন্দর ভাবে বাচিবার এই প্রতিপাদ্য নিয়ে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম তথা সারা দেশব্যাপী অসহায় নিপীড়িত নারী ও শিশুদের অধিকার রক্ষায় তরুণ সমাজ কে নিয়ে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ তাই তরুণ সমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে হলে সামাজিক কর্মকাণ্ড তাদের কে সম্পৃক্ত করতে হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা কমিটির উপদেষ্টা, এডভোকেট মনিরুল ইসলাম টলু, ৯ নং ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,
১ নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী, মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান মানিক সরকার,৩ নং দেওগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান ফরাজী
উক্ত অনুষ্ঠানে হতদরিদ্র নারী ও শিশুদের মাঝে শাড়ী ও শীতের পোষাক বিতরণ করা হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা কমিটির মোঃ সাজ্জাদুল ইসলাম রবিন,মোঃ ফখরুল ইসলাম মামুন, নবিউর রহমান অপূর্ব, সৈয়দ রেজু আহমেদ, শাকিবুর রহমান বাপ্পু, মিনহাজ আহমেদ, মোঃ খলিলুর রহমান, বেলাল আহমেদ, শামিম আহমেদ,জহিরুল ইসলাম মামুন,মিজানুর রহমান মিজান। মোঃ শামীমুল হক,সালমা সাথী প্রমুখ।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দের শপথ পাঠ করান ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
Leave a Reply