ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ঐতিহ্যবাহী বরমা কলেজের অভিভাবক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৭ই মে মঙ্গলবার সকালে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ও কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
এসময় ভোটগ্রহণে গণনা দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলী (সহকারী প্রিসাইডিং অফিসার) মোহাম্মদ আবুল মনসুর, মোঃ রবিউল ইসলাম (পোলিং এজেন্ট) দেবানন্দ বসু, কামরুল হাসান ও হোসেন আলী।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ খালেদুর রহমান, মোঃ মোরশেদ, মোঃ মাহফুজুর রহমান ও আশিকুল ইসলাম।
সর্বমোট ৯ জন অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বেলা বাড়ার সাথে সাথে কলেজের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত থাকে সারিবদ্ধ ভাবে ভোট প্রদান করেন।
ভোট গণনা শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা সকল কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন এ সময় মোহাম্মদ লোকমান হাকিম ১৪৪ ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ সাইফুদ্দিন মিন্টু ১৩১ ভোট পেয়ে দ্বিতীয় ও জসীম উদ্দিন ১১৭ ভোটে তৃতীয় স্থান অধিকার করে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন।
Leave a Reply