1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযাত্রী লেখক-পাঠক মতবিনিময় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত লোহাগাড়া সমিতি চট্টগ্রাম’র নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি সাথে মোঃ শহিদুল ইসলাম এর সৌজন্য স্বাক্ষাৎ অপু সভাপতি রানা সম্পাদক রাউজানে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের কার্যকরী কমিটি গঠিত কিন্ডারগার্টেন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা -২০২৩ অনুষ্ঠিত। আল্লাহর রাসূলের জীবনাদর্শ মানবজীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে -মাওলানা এম সোলাইমান কাসেমী গাউসিয়া কমিটি বাংলাদেশ উত্তর ছনহরা ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় এসএসসি ২০২৩ইং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। চট্টগ্রামে ভুয়া চিকিৎসক আটক। ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে “বিজ্ঞান মেলা’ উদযাপন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মতো আলোকিত মানুষেরা সমাজের আলোকজ্বল চেতনার বাতিঘর।

বর্ষার শুরুতেই পানিতে সয়লাব পশ্চিম বাকলিয়ার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান

  • সময় শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১২৫ পঠিত

চট্টগ্রাম থেকে ইসমাইল ইমনঃ

বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম পশ্চিম বাকলিয়ার চকবাজার ১৭ নং ওয়ার্ডের রসুলবাগ খালপাড় সড়ক এলাকায় অবস্থিত বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান গুলো চট্টগ্রামের স্বনামধন্য অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত বরাবরই ভালো রেজাল্ট করে থাকে।
বর্তমানে বর্ষা মৌসুমে প্রতিষ্ঠান গুলো শিক্ষার পাঠ্যক্রম যতাযত ভাবে পরিচালনা করতে পারছেনা। এই বিষয়ে ২ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে।তাঁরা জানান শুষ্ক মৌসুমের হালকা, মাঝারি বৃষ্টিপাত ও ভরা বর্ষায় প্রবল ভারীবর্ষণে বিদ্যালয়ের যাতায়াতের মুল সড়ক গুলো পানিতে তলিয়ে যায়, ফলে শিক্ষার্থীদের ও শিক্ষক দের বিদ্যালয়ে প্রবেশ কষ্ট সাধ্য হয়ে পরে।ঐ সময় বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখতে হয়।এই কারণে নগরীর অন্যান্য বিদ্যালয়ের সাথে সমানতালে সিলেবাস পাঠ্য কার্যক্রম ধরে রাখা যায় না। সিলেবাস অনুযায়ী শিক্ষা অর্জনে পিছিয়ে পড়তে হয় ২ স্কুলের ছাত্র-ছাত্রীদের।

উক্ত ২ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গের অভিযোগের ভিত্তিতে জানা যায় মৌসুমের হালকা, মাঝারি ও ভারী বর্ষণে বালিকা বিদ্যালয়ের সড়ক পানিতে তলীয়ে যায়, বিদ্যালয়ের আশেপাশে স্থানীয় বখাটেদের উৎপাত, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ষ্টাপ কোয়ার্টারের ভিতরে সকাল, সন্ধ্যা কিশোর গ্যাং, মাদকাসক্তদের আড্ডার কারনে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের।এই বিদ্যালয়ের একটি বিশাল খেলার মাঠ থাকলেও সংস্কারের অভাবে অযত্ন অবহেলায় পড়ে আছে সামান্য বৃষ্টিতে বা ভরা বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে এই মাঠটি পানির নিচে তলিয়ে যায়।সেই সাথে তলীয়ে যায় বিদ্যালয় ভবনের নিচতলা। এই ২ বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজারেরও অধিক।
ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায় স্কুলের প্রবেশ সড়কে স্থানীয়দের বিভিন্ন ভবনের নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাখার কারনে যাতায়াতের সমস্যা হয়। সেই সাথে মৌসুমের হালকা, মাঝারি বৃষ্টিপাতের ফলে ২ বিদ্যালয়ের পাশে দিয়ে ভয়ে যাওয়া চাক্তাই ডাইভারশন খালের সংস্কারবিহীন খালের বর্জ্য ও উপচে পড়া ময়লা,দুষিত পানির কারনে এলাকার অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হলে বিদ্যালয়ের যাওয়ার দুষ্কর হয়ে পরে।
এইসব বিষয় নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেলেও,অদ্যাবধি কোন সুফল পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী জানান
যথাযথ কর্তৃপক্ষ ও প্রশাসন বিদ্যালয় গুলোর সমসাময়িক সমস্যাগুলোর ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ নিলে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার গৌরব, ঐতিহ্য অক্ষুণ্ন থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট