বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) পটিয়া উপজেলা শাখার ১ম অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান ১৩-০৩-২০২১ ইং রোজ শনিবার পটিয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী উপজেলা চেয়ারম্যান পটিয়া, সংবর্ধিত অতিথি আইয়ুব বাবুল নবনির্বাচিত মেয়র পটিয়া পৌরসভা, উদ্বোধক প্রফেসর মোজাম্মেল হক অধ্যক্ষ পটিয়া সরকারি কলেজ,প্রধান বক্তৃা শাহ্ মজিবুল হক চেয়ারম্যান বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ), বিশেষ অতিথি ছন্দা চক্রবর্তী অধ্যক্ষ হুলাইন ছালেহ্ নুর ডিগ্রি কলেজ পটিয়া,বিশেষ অতিথি লেঃ অধ্যাপক মাহমুদ নুর আনোয়ারী উপদেষ্টা বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখা,বিশেষ অতিথি আবদুল গণি উপদেষ্টা বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখা,বিশেষ অতিথি মুহাম্মদ ইছহাক উপদেষ্টা বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখা,বিশেষ অতিথি ডাঃ এস এম মাসুম হান্নান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) বিশেষ অতিথি আনম মনজুরুল ইসলাম ভূইয়া কেন্দ্রীয় অর্থ সম্পাদক বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট (বিওয়াইসিএফ), মাশুক মেহেদী কেন্দ্রীয় সদস্য,জনাব জাহিদুল হাসান কেন্দ্রীয় সদস্য, এক্স সিইউও মাসুদ রানা ঢাকার জেলা প্রতিনিধি,সালমান ফারুক সহ-সভাপতি বিওয়াইসিএফ কক্সবাজার জেলা,খালেদা নাসরিন সহ-মহিলা বিষয়ক সম্পাদক চট্টগ্রাম জেলা,মোমেনা আকতার লক্ষীপুর জেলা প্রতিনিধি ও অভিষেক বক্তা
মুহাম্মদ শফিকুল ইসলাম সভাপতি বিওয়াইসিএফ পটিয়া উপজেলা উপস্থিত ছিলেন।
সৈয়দ আসাদুজ্জমান আমিরী তানিম সহ-সভাপতি বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখা,রুপক শীল সহ-সভাপতি বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখা,ডাঃ মীর আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক বিওয়াইসিএফ পটিয়া উপজেলা শাখা।
সঞ্চালনায়ঃ মোঃ তাহের, শারমিন আকতার, অভিষেক ও পুনর্মিলনী উৎসব-২০২১ এর উপকমিটি সহ সবাইকে এই অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম আহবায়ক অভিষেক ও পুনর্মিলনী উদযাপন পরিষদ ২০২১
Leave a Reply