প্রেস বিজ্ঞপ্তিঃ
৪ঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবসে Life For Life Foundation এর উদ্যোগে প্রতিবারের ধারাবাহিকতায় এইবারও পথ কুকুর, বিড়ালদের খাবার কর্মসূচী পালিত হয়েছে। রাত ১২টা থেকে চট্টগ্রাম নগরীর ৩০০ কুকুর বিড়ালকে খাবার খাওয়ানো হয়েছে। লাইফ ফর লাইফ ফাউন্ডেশন এর সভাপতি আনিস ওয়ারেচী এবং সমন্বয়ক ডা. মহিউদ্দিন মাসুম নগরীর বাকলিয়া, চকবাজার মোড়, কাজীর দেউড়ি, দুই নম্বর গেইট, ষোলশহরসহ ৭টি স্পটে এ খাবার প্রদান করেন।
লাইফ ফর লাইফের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এর উদ্ভোধন করেন সিএমপি’র বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহিম,উপস্থিত ছিলেন অপারেশন অফিসার সাজেদ কামাল,ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান ও বেলাল উদ্দিন,দৈনিক দেশবার্তা সম্পাদক সাংবাদিক লায়ন এম আবু সালেহ, রান ফর ভিক্টরির আহ্বায়ক আরাফাত রুপক,সমাজকর্মী মোঃ মিজবাহুল আলম,জাহেদ উমর,নোমানুল হক সাজ্জাদ প্রমূখ।
আমাদের চারপাশে জল-স্থলে যে সব প্রাণী বাস করে, তারা আমাদের কত কাজে লাগে তা আমরা সাধারণ চোখে বুঝতে পারিনা। অথচ অবৈধ শিকারীদের কারণে নিরীহ এসব প্রাণীর জীবন সংকটের দিকে। মানুষের দখল নীতির কারণে তাদের বাসস্থানেও থাবা দিয়েছি আমরা। এর ফলে জীববৈচিত্র্য নষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এতে সামনের দিনে মানুষের টিকে থাকা দায় হবে।আসুন, জীবের সাম্যাবস্থা রক্ষায় অহেতুক প্রাণী নিধন রোধ করি। স্বেচ্ছাসেবী সংগঠন Life for Life বৈশ্বিক উষ্ণতা,অভিযোজন সমস্যা ও বাস্তু সংকটের এই সময়ে প্রাণী রক্ষায় সচেষ্ট হতে সকলকে আহবান জানান।
Leave a Reply