বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের করোনা ভাইরাস থেকে মানুষের মুক্তি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষে ১৩ আগস্ট রোজ শুক্রবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম রৌফাবাদ সরকারি শিশু পরিবার কেন্দ্রে মানসিক প্রতিবন্ধীদের নিয়ে দোয়া আলোচনা সভা ও দুপুরের এক বেলা খাবার আয়োজন করা হয়।
এতে ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়জুল আলম প্রিন্সের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা রোটারিয়ান এস এম আজিজ। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী। এই সময় প্রধান অতিথি এস এম আজিজ বলেন, করোনার এই মহাসংকটে সরকারের পাশাপাশি বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। তাই এই ফাউন্ডেশনের সার্বিক সফলতা কামনা করেন এবং সকল কে এই মানবিক সংগঠনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন, শিশু ও পরিবার কেন্দ্রের হোম প্যারেন্স মোঃ এনামুল হক। ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ আশরাফ, লায়ন শারমিন সুলতানা মৌ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ ফয়েজ মোঃ রাসেল, দপ্তর সম্পাদক হামিদা খাতুন পান্না, সমাজ কল্যান সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক ওমর ইমতিয়াজ হায়দার
এই সময় ২৫০ জন প্রতিবন্ধীদর মাঝে নিজ হাতে খাবার পরিবেশন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এই সময় অসহায় মানুষের পাশে সকল বৃত্তশালীদের এগিয়ে আসার জন্য আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না।
Leave a Reply