ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা সেই তরুণীর পরিচয় মিলেছে। নিহতের নাম বর্ষা (২২)। তিনি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের মমিন মিয়ার স্ত্রী।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বর্ষা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, দুই মাস আগে মমিন ও বর্ষার বিয়ে হয়েছিল। শনিবার বিকেলে তিনি বিষণ্ন অবস্থায় পৈরতলা এলাকায় রেললাইনের পাশে বসেছিলেন। পরে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে বর্ষা আত্মহত্যা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply