ইসমাইল ইমনঃ
১৭ই জুন বুধবার চট্টগ্রামের কদমতলী এলাকায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আবুল হোসেন ইউনিয়ন ব্যাংকের ৯৮ তম শাখার উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন।ইউনিয়ন ব্যাংকের ডাইরেক্টর এম আর খোরশেদুল আলম, ম্যানেজিং ডাইরেক্টর এ বি এম মোকাম্মেল হক, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর হাবিবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হাসান ইকবাল, ডিএমডি নজরুল ইসলাম, হেড অফ এইচ আর ডিপার্টমেন্ট, ই ভি পি মাইনুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জোনাল হেড ভিপি, এম ডি সিরাজুল কবির, কদমতলী শাখার ম্যানেজার তানভীর আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি,২৯ নং মাদার বাড়ি ওয়ার্ড কমিশনার এম ডি জোবায়ের,
উদ্বোধন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বায়তুশ শরফের পীর আল্লামা শেখ আবদুল হাই নদভী।
বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর আবুল হোসেন বলেন ইউনিয়ন ব্যাংকের এই শাখা ৩ হাজার গ্রাহক নিয়ে যাত্রা শুরু করেছে, এই শাখা ব্যস্ততম কদমতলীর ব্যবসায়ীদের জন্য সব ধরনের ব্যাংকিং সেবায় ভূমিকা রাখবে।
Leave a Reply