শোক সংবাদ
আজ ৯ জানুয়ারি ২০২৫, রাত ৯ টায় বিশিষ্ট কলামিস্ট, গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের প্রফেসর ড. আ. ম. কাজী মুহাম্মদ হারুন উর রশীদ’র পিতা দক্ষিণ চট্টগ্রামের খ্যাতিমান আলেম, শিক্ষানুরাগী, সমাজসেবী, চট্টগ্রাম নাজিরহাটস্থ জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদরাসা’র সাবেক মুহাদ্দিস ও চট্টগ্রাম কে.সি.দে রোডস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মাওলানা কাজী নাজমুদ্দীন ফারুকী (৮৬) ব্রেইন স্ট্রোক আবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুত্যৃকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন সেক্রেটারি মাওলানা এম সোলাইমান কাসেমী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
তাঁর নামাজে জানাজা আগামীকাল বাদে আসর বাঁশখালী ১নং পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
Leave a Reply