সংগঠনঃ
সামাজিক সংগঠণ মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আজ শুক্রবার ২ এপ্রিল ২০২১ বিকাল ৩.৩০ ঘটিকায় নগরীর সিআরবি শিরিশ তলায় সুবিধা বঞ্চিত শিশুদেরকে করোনাকালীন সচেতন থাকার বিষয়ে পরামর্শ প্রদান, মাস্ক বিতরণ ও ধর্মীয় শিক্ষার প্রথম পাঠ নুরানি কায়দা বিতরণ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ইউছুপ জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী জাহেদ খাঁন, আতাউল ইসলাম, নেছার উদ্দিন নিজামী,সাঈদা আক্তার বৃষ্টি,তানিয়া তাবাসসুম, শাহিনুর আক্তার, সাইমা আক্তার তাসনিম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার আর আধুনিক শিক্ষার প্রয়োজনের পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন চিরদিন। তাই ধর্মীয় শিক্ষার গুরুত্ব অনুধাবন করে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত, অসহায়,শিশুদের মাঝে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার জন্য ” নুরানী কায়দা ” বইটি বিতরন করেন।সভায় মাস্ক বিতরন ও করোনা মহামারী সম্পর্কে সচেতন করা হয়।
Leave a Reply