রাশেদুল ইসলাম রাশেদকে আহ্বায়ক ও আতাউল ইসলামকে সদস্য সচিব মনোনীত করে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ এর আহবায়ক কমিটি ঘোষনা
মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ এর আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা ১১ জুন শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পতেঙ্গা সী বিচে অনুষ্টিত হয় । সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ইউছুপ জালাল ।উক্ত সভায় ইউছুপ জালালকে প্রধান সমন্বয়কারী রেখে রাশেদুল ইসলাম রাশেদকে আহ্বায়ক ও আতাউল ইসলামকে সদস্য সচিব মনোনীত করে সংগঠনের আহবায়ক কমিটি ঘোষনা করা হয় এবং যুগ্ম আহ্বায়ক হিসাবে তুখলেফুল মিয়াদ ও সৈকত বিশ্বাস মাহি অর্থ সচিব পদে জাহেদ খান ও কার্যকরী সদস্য হিসাবে শওকত আলী, রাজিয়া সুলতানা রুনা, আসাদ আলী রাজু,নুরুন্নবী চৌধুরী জিহান, রেহেমান জামান রাকিব, মো.সোহেল,মো. রাসেল, আফসানা আক্তার মিমি ,তানিয়া সুলতানা তাবাসসুম ,সাঈদুল ইসলাম আরিয়ান,রবিউল হাসান সাইমনকে মনোনীত করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন সাঈদা আক্তার বৃষ্টি, সজিব দে,শহিদ,নেছার উদ্দিন নিজামী ,ইমতিয়াজ ,রায়হান বাবু আফসান,আরমান মো মানিক সিকদার,হারুনর রশীদ ,তাসনীম ,জাবেদ হোসেন ,আক্তার হোসেন ,রণি,ওয়াহিদ,ইয়াসমিন ,আবিদ,সালাউদ্দিন ,মোঃ ইউনুস ,মোছা: হাফসা আক্তার রিপা,মো শরীফ ইসলাম রোহান ,মো রায়হান উদ্দিন প্রমুখ ।
Leave a Reply