ফিজিও তহিদ রাসেল, চট্টগ্রামঃ
মৃত্যুর সাথে দুইদিন পাঞ্জা লড়ে শেষপর্যন্ত হেরে গেলেন ডা. সামিনা আকতার। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চমেক আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, ডা. সামিনা গত দুইদিন হাসপাতালের আইসিইউতে ছিলেন। তার মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে যান তিনি।
ডা. সামিনা বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (ইউএসটিসি) আইসিইউ বিভাগের চিকিৎসক ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী। তিনি মেহেদীবাগে সপরিবারে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক। তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে হোটেল রেডিসন ব্লুর সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন ডা. সামিনা। তিনি রিকশাযোগে লালখান বাজার থেকে কাজির দেউড়ি যাচ্ছিলেন। এসময় তাকে বহনকারী রিকশাটিকে পিছন থেকে একটি সিএনজি অটোরিকশা ধাক্কা দেয়। রিকশা থেকে ছিঁটকে পড়েন তিনি। দ্রুত গুরুতর আহত সামিনাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
Leave a Reply