মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়াঃ
বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গুনিয়া উপজেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম এর স্বাক্ষরিত ১৫১জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার(২০অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা আ.লীগের দলিয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া নেতৃত্বদের হাতে চিঠি বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী শাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।
এদিকে রাজানগর ইউনিয়ন থেকে রাশেদুল আলমকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় আনন্দ মিছিল ও ফুল দিয়ে শুভেচছা জানিয়েছেন নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
Leave a Reply