চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর আলোক শিখা,বরেণ্য শিক্ষাবিদ,সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়বের জীবন ও কর্ম মুল্যায়ন শীর্ষক সভা গত ৩১ জুলাই সন্ধ্যায় ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ,সহ সভাপতি শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সম্পাদক আসিফ ইকবাল,শিক্ষক ও সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী ও সংবর্ধিত অতিথি অধ্যক্ষ আবু তৈয়ব প্রমুখ, প্রমুখ। সভায় বক্তারা বলেন অধ্যক্ষ আবু তৈয়ব আপাদমস্তব শিক্ষাদরদী ও শিক্ষার্থী বান্ধব শিক্ষক হিসেবে কয়েক যুগ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারিভাবে অন্য চাকুরি বা শহরে চাকুরী জীবনে নিজেকে না জড়িয়ে গ্রামীণ জনপদে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থাকার জন্য নিজেদের জীবনের বিশাল অংশ জড়িয়ে নিয়েছেন।।শিক্ষা ছাড়া,সমাজসেবা ও লেখালেখিতে গ্রামীণ জীবনকে প্রাধান্য দিয়ে দিচ্ছেন। গ্রামকে ভালোবাসা এরকম শিক্ষাবিদ প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুস্মরণীয়। শিক্ষাব্রতী হয়ে তিনি নিজেকে অট্টালিকা বা বিলাসীতায় গা না ভাসিয়ে নিজের সবটুকু মেধা,মনন ও পরিশ্রম দিয়ে সমাজ বিনির্মাণে, নানারকম কুসংস্কার ভাঙ্গতে কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন একজন সত্যিকার গুণীমানুষ ও শিক্ষার মহান সেবাব্রতী হিসেবে অধ্যক্ষ আবু তৈয়বকে স্বীকৃতি দেয়া সামাজিক দায়িত্বে পড়ে।
Leave a Reply