পলাশ সেন, মহানগর প্রতিনিধি:
বাংলাদেশ সনাতন কর্মশালার আয়োজনে সনাতন ধর্মীয় কর্মশালা অনুষ্টিত হয় বন্দরনগরী চট্টগ্রাম কোতয়ালী থানা পাথরঘাটা কলাবাগিচা দূর্গা মন্দিরে। সনাতন কর্মশালা বাংলাদেশের সঞ্চালক উজ্জ্বল মল্লিকের উপস্থাপনায় ও চট্টগ্রাম মহানগর হিন্দু পরিষদ এর সভাপতি এডভোকেট প্রদীপ দাশের সভাপতিত্বে সনাতন ধর্ম দর্শনের উপর এই কর্মশালা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন হিন্দু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রী বাসুদেব রায় চন্দন,এবং কর্মশালা করান বিশিষ্ট সনাতন ধর্মীয় আলোচক শ্রী আশিষ দাশ, আলোকিত যুব বক্তা শারদান্জলী ফোরামের শ্রী পিয়াল শর্মা এবং অনুভব মজুমদার,শ্রী রক্তিম দাশ, তরুন জাগো হিন্দু পরিষদের কার্য্যকর্তা তূর্য রুদ্র, মহানগর হিন্দু পরিষদের সভাপতি সুজন নাথ হাজারী,দক্ষিন জেলা ছাত্র পরিষদের সদস্য সচিব রিপন দাশ প্রমূখ।
Leave a Reply