স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১৭ ডিসেম্বর (শুক্রবার) আল-মদিনা ইন্টারন্যানাল স্কুল, নবাবরোড, সিলেট কতৃক আয়োজিত স্কুল মাঠে এক পিঠে উৎসব আল-মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ এডভোকেট মোঃ মঈন উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে ১৩ টি পিঠা ঘর ও একটি ফ্রি চা ঘর স্হান পায়। ফ্রি চা ঘরটি দেওয়া হয় ইস্পাহানি টি লিমিটেড সিলেটের পক্ষ থেকে এতে পিঠে উৎসবে আসা সকল দর্শনার্থী ও অতিথি বৃন্দদের ইস্পাহানি টি লিমিটেড সিলেটের পক্ষ থেকে আনলিমিটেড ফ্রি চা খাওয়ানো হয়।
উৎসবে স্থান পাওয়া বাহারি রকমারি ১৩ টি পিঠা ঘরের মধ্যে থেকে সুযোগ্য বিচারক মন্ডলীরা বাহারি রকমারি পিঠার স্বাদ নিয়ে বিচার কার্যকর সম্পাদন করেন।
এতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ” চট্টগ্রাম পিঠা ঘর” তৃতীয় স্থানে বিজয়ী হয়ে পুরস্কার গ্রহন করেন।
স্কুলে অধ্যক্ষ ও অতিথিবৃন্দ পিঠা উৎসবে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। বিশেষ করে আয়োজনের পক্ষ থেকে ইস্পাহানি টি লিমিটেড সিলেট উক্ত আয়োজনে ফ্রি চা পরিবেশন করেন তৎজন্য ইস্পাহানি পরিবারকে অ-নে-ক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুরস্কার বিতরণ শেষে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
Leave a Reply