মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে নতুন করে লকডাইন ঘোষণা করেছে সরকার।সেই লকডাউন বাস্তবায়ন করতে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে নির্দেশনা অমান্য করে দোকানপাট,মার্কেট ও শপিংমল খোলা রাখা,স্বাস্থ্যবিধি না মানা,মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
মঙ্গলবার ৬ জুলাই ২১,উপজেলার বিভিন্ন জায়গায় সরকার ঘোষিত লকডাউন কার্যকরে নির্দেশনা অমান্য করে,বিকাল ৫টার পর দোকান খোলার অভিযোগে উপজেলার ভাটিয়ারী,জলিল বাজার,মাদামবিবিরহাট,কদম রসুল,বারআউলিয়া ফুলতলা, ছোট কুমিরা,বড় কুমিরা,স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে,অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এবং তার নেতৃত্বে,সেনাবাহিনী,পুলিশ সহ আইনশৃখংলা রক্ষাকারি বাহিনীর সদস্য ও ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন সহ একযোগে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ১১টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।সরকার ঘোষিত লকডাউন কার্যকর রাখতে সড়কে চলাচল করা যাত্রী পরিবহন সিএনজি চালিতো অটোরিকশা আটক করে লকডাইনে যাত্রীদের যাত্রীদের জিজ্ঞাসা করা হয়।এতে অনেকেই হাসপাতাল বা ডাক্তারের কাছে যাচ্ছেন জানিয়ে প্রেসক্রিপশন দেখালে ছেড়ে দেওয়া হয়।সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে।
Leave a Reply