আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আধ্যাত্বিক সুফী সাধক ওষখাইন আলী নগরে হযরত শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (র:)-এর বার্ষিক ওরশ ও পৌষ বিষু আগামী ১৫জানুয়ারি আগামী রবিবার রজায়ী দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) আনোয়ারা সদরে আলী রজা মার্কেটের নিজ কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব বিষয় জানায় রজায়ী যুব তরিকত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ উল্লাহ রজায়ী।
এসময় সাংবাদিকদের সাথে বিষু মোবারকের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন রজায়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।
এসময় উপস্থিত ছিলেন, শাহজাদা কাজিম উদ্দিন, শাহজাদা মাও রবিউল হোসেইন রজায়ী, শাহজাদা মাওলানা নেছার মিয়া, শা মাওঃ খায়রুল বশর (ফয়সাল) , শাহজাদা ইমাম উদ্দিন রজায়ী, ইউপি সদস্য ওয়ারেছ আহমদ ও কাজী এরশাদ উল্লাহ রজায়ীসহ দরবারের বিভিন্ন প্রতিনিধিগন।
আগামি ১২ জানুয়ারি পৌষ বিষু ও গোসল শরীফের মধ্যে দিয়ে ওরশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
Leave a Reply