স্বপ্নে আমি
রাবেয়া জামান এঞ্জেলা
ঘুমের মধ্যে স্বপ্নে আমি
করি বিশ্ব জয়
ঘুমটা আমার অতি প্রিয়
ঘুমেই আমি রাজা।
ঘুমে দেখি বাঘ মেরেছি
তাই আসছে তেরে, সিংহ।
তাড়া খেয়ে বন্যপ্রাণী
রক্ষে আমার প্রানরে
সব হয়েছে একমাত্র
ঘুমের মাঝে স্বপ্নে।
ঘুমের মাঝে স্বপ্ন দেখি
মায়ের সাধ পূর্ণ করি
শুধুই তা স্বপ্নে।
দূর আকাশে বাবার সাথে
চশে বেড়ায় পাখা মেলে
মিষ্টি হাসি মায়ায় ভাসে
ঘুমের মাঝে স্বপ্নে।
হাঠাৎ একি চোখটি মেলে
শূন্য চোখে দেখি সবিই
সতিই ঘটেছে স্বপ্নে।
Leave a Reply