পলাশ সেনঃ
হিমালয়ের আইল্যান্ড পিক চূড়ায় উঠে সাম্প্রদায়িকতা বিরোধী বার্তা দিলেন বীথি।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পর্বতটির চূড়ায় পৌঁছান তিনি। কাঠমান্ডু থেকে রওনা দিয়ে ১১ দিনে হিমালয়ের ৬১৬০ মিটার উঁচু এই পর্বতটি জয় করলেন বাংলাদেশের শায়লা বীথি।
সাম্প্রদায়িকতা বিরোধী প্ল্যাকার্ডের পাশাপাশি তিনি ধর্ষণ, এবং পরিবেশসহ নানা বার্তা সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন। এই অভিযানে বিথী হিমালয়ের বিখ্যাত ‘থ্রি পাস’ পাড়ি দেন। ৬ নভেম্বর কংমালা পাস, ৪ নভেম্বর চোলা পাস এবং ২ নভেম্বর রেঞ্জোলা পাস পাড়ি দেন তিনি।
অভিযানে তার সঙ্গে একজন নেপালি শেরপা ও একজন পোর্টার ছিলেন। তার এই অভিযানের অন্যতম লক্ষ্য পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পৌঁছে দেওয়া।
Leave a Reply