“হেমন্তে নবান্ন”
মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
কার্তিক আর অগ্রহায়ণে হয় হেমন্তকাল
ধান কাটার উৎসবে হয়ে যায় সকাল।
কৃষকের হাতে কাস্তে ধান কাটার আনন্দ
নতুন ধান ঘরে ঘরে এটাই বাংলার নবান্ন।
ঘরে ঘরে পিঠা খাওয়ার পড়ে যায় ধুম
গ্রামবাংলার ঐতিহ্য এটা বাৎসরিক মৌসুম।
সোনালী ধান হাতে পেয়ে কৃষকের মুখে হাসি
খাদ্যে স্বয়ং সম্পূর্ণ- করছে বাংলার চাষী।
কষ্টের ফসলে সুখী জীবন করতে গঠন
সন্তানদের শিক্ষিত করা বিশেষ প্রয়োজন।
কৃষকের ঘরে হলে শিক্ষিত আদর্শ সন্তান
হবে উত্তম নাগরিক বাড়াবে দেশের সম্মান।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
Leave a Reply