সোমবার কর্ণফুলিস্থ শিকলবাহা গ্রামে “সান মডেল স্কুল”এ পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ” রক্তের বন্ধনে পটিয়া “র ব্যবস্থাপনায় ১০ম বারের মত বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।এর আগে সকাল ৮ঃ৩০ সংগঠনের পক্ষ ‘এ জে চৌধুরী ডিগ্রী কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় শুরু হওয়া কর্মসূচি দুপুর ২ টা পর্যন্ত অব্যহত থাকে।
অনুষ্ঠানে সান মডেল স্কুল এর শিক্ষকবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন সান মডেল স্কুল এর শিক্ষিকা ফারজানা আকতার।
কর্মসূচিতে সর্বমোট ৫৩৭ জন কে বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় সেবা প্রদান করা হয়।
Leave a Reply