নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মালয়েশিয়া আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগ ও চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচিত সদস্য,সংগঠনে উপদেষ্ঠা,বিশিষ্ট সমাজসেবক,দানবীর,শিক্ষানুরাগী মরহুম জননেতা ড.মাহমুদ হাসানের ৩য় মৃত্যুবার্ষিকীর স্মরণ সন্ধ্যা গত ১ এপ্রিল ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে অালোচনায় অংশনেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, লায়ন্স ক্লাব চিটাগাং রোদসীর সভাপতি লায়ন সুজিত কুমার দাশ,শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল,সদস্য হৃদয় দে,সুমন চৌধুরী,রিক্ত দত্ত,জয় দাশ,রাজু দে প্রমুখ। সভায় বক্তারা বলেন ড. মাহমুদ হাসান একজন সফল মানুষ হিসেবে নিজেকে যেমন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন অনুরুপ মানুষের হৃদয়েও স্হান করে নিতে পেরেছিলেন। আজীবন তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে জনমানুষের কল্যাণে কাজ করে গেছেন।সমাজসেবা,রাজনীতি ও সেবায় তিনি এক অনন্য ব্যক্তি হিসেবে চট্টগ্রামবাসীর হৃদয় জয় করেছিলেন। মহতি কর্ম ও জনমানুষের কল্যাণব্রতী কাজের জন্য ড.মাহমুদ হাসান আজীবন মানু্ষের হৃদয়ে বেঁচে থাকবেন।
Leave a Reply