1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়াতে কবি মিনার মনসুরকে নিয়ে প্রত্যয়ের বিশেষ আয়োজন ‘মিনার মনসুর সকাল রোদ্দুর’ এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পল্লবী থানা শাখা কমিটি অনুমোদিত। গরমে স্বস্তি দিতে ফ্রি বিশুদ্ধ ঠান্ডা পানি, স্যালাইন ও শরবত বিতরণ বাকলিয়ায় ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের যাত্রা তৃতীয় ধাপে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ শ্রমিক দিবস উপলক্ষে এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে চট্টগ্রাম,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৬,এর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা মহানগর পর্যায়ে ০৫ টি ইভেন্টে সাফল্য “শ্রমিকদের দাবী” রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব) নেত্রজল সাহিত্য ম্যাগাজিন পত্রিকার নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন

মাইজভাণ্ডার দরবার শরীফে আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল সম্পন্ন।

  • সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৪৯ পঠিত

বিশেষ প্রতিনিধি(চট্টগ্রাম):

১১ মহরম, ১০ আগস্ট ২০২২ ইং রোজ বুধবার বাদ মাগরিব হইতে মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায় মহামান্য আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর মহামান্য সভাপতি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)’র ছদারতে বাদে মাগরিব হতে নাতে মোস্তফা ও কোরআন তেলাওয়াত শানে কারবালা, শানে গাউসুলআজম পরিবেশনার মাধ্যমে পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে উপস্থিত ছিলের নায়েব মোন্তাজেমে দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.), মূখ্য ওয়ায়েজ হিসাবে উপস্থিত ছিলেন গহিরা এফ.কে জামেউল উলুস আলীয়া মাদরাসার সাবেক শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতী ইব্রাহীম আলকাদেরী (মঃ), বোয়ালখালী গোমদন্ডী আহমদিয়া দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (মঃ), ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া বহুমূখী কামিল মাদরাসার প্রভাষক, মুফতী মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী (ম:), বাহার সিঙ্গেল, চান্দগাও, চট্টগ্রাম। আলআমীন বারিয়া দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব আল্লামা মুফতী সৈয়দ সৈয়দুল বারী (ম:) মিশর আল আজহার বিশ্বাবদ্যালয়ের গ্রেজুয়েট অব ধর্মতত্ববিভাগ ও চট্টগ্রাম দরবারে কামালিয়া শরীফের নায়েব সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মাসাম কামাল আল আজহারী সহ বহু হক্কানী ওলামায়ে কেরামগণ আরো উপস্থিত ছিলেন। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী বেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক সাহেব, মাওলানা বশিরুল আলম মাইজভাণ্ডারী (ম.) সৈয়দ মুহাম্মদ জাকেরিয়া, মোঃ নুরুল আলম চৌধুরী অধ্যাপক কাজী মেজবাউল আলম মাসুম আলহাজ্ব মাওলানা নুরুল আবছার শরীফ, মোঃ শফিউল আজম চৌধুরী, রাহে ভাণ্ডার দরবার শরীফের আওলাদ মুহাম্মদ জসিম উদ্দিন, জেলা সমন্বয় কমিটি উপজেলা সমন্বয় কমিটি সকল দায়রা ও আঞ্চলিক শাখা সমূহের সম্পাদক-সদস্যবৃন্দ সহ সকল আশেকানে মাইজভাণ্ডারী গণ উপস্থিত ছিলেন। মাহফিল পরিচালনায়: মোঃ এনামুল হক চৌধুরী সেলিম ও গোলামুর রহমান রাজু এতে বক্তারা বলেন আহলে বায়তের মোহাবতই রাসুল (দঃ) এর মোহাবত এবং মহান রাব্বল আলামীনের নৈকট্য লাভের অন্যতম উপায় মুনিব মওলা সভাপতি মহােদয় বলেন আহলে বায়তের নির্যাস হল মাইজভাণ্ডারী তরিকার নুহ আঃ এর কিস্তি যা পুলসিরাতে পারাপারের কান্ডারী, উনি এই কিস্তের সওয়ারী হয়ে লেওয়ায়ে আহমদীর পতাকাতলে সকলকে সমাবেত হয়ে এই শোহদায়ে কারবালার শিক্ষা গ্রহণকরে মাহফিলকে প্রতি বছর ধারাবাহিকভাবে পালনের জন্য সকলের একাগ্রতা প্রত্যাশা পুর্বক সকলের সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে অনুষ্ঠান সম্পন্ন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট