
রতন বড়ুয়াঃ
বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে শনিবার রাউজান উপজেলার পুর্বআধাঁরমানিক শ্রদ্ধানন্দ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান, সংঘদান ও বুদ্ধমুর্তির প্রান প্রতিষ্ঠা ও দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে ।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের ।
প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক প্রজ্ঞাবারিধি সুমেধানন্দ মহাথের।
সকালবেলা স্বাগতভাষণ প্রদান করেন অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা প্রকল্প বাস্তবায়ন কমিটির সহসভাপতি বাবু প্রদাীপ কুমার বড়ুয়া । জনি বড়ুয়া ও ভদন্ত করুনা প্রিয় থের এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রতন বড়ুয়া, রুমেল বড়ুয়া, সাগর বড়ুয়া ও সমর বড়ুয়া।
বিকেল বেলার কঠিন চীবরদান, সংবর্ধনা প্রদান ও মহতী ধর্মসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের । জনি বড়ুয়ার সঞ্চালনায় সভার উদ্বোধন ঘোষণা করেন অত্র বিহারের অধ্যক্ষ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের মহোদয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বগুজরা মৈত্রী বিহারের মহাধ্যক্ষ ভদন্ত দেবানন্দ মহাথের, প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন সদ্ধর্মভাণ্ডারিক ড.প্রিয়দর্শী মহাথের।
স্বাগত ভাষণ প্রদান করেন অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি বাবু সন্তোষ কুমার বড়ুয়া । সম্পাদকীয় বক্তব্য পেশ করেন বৌদ্ধ সংগঠক ও অষ্টবিংশতি বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য বাবু প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কাস্টমস এর প্রাক্তন প্রথম শ্রেণির কর্মকর্তা বাবু উদয়ন বড়ুয়া, রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, বৃহত্তর আধার মানিক গ্রামের বিশিষ্ট সমাজ ব্যক্তিত্ব বাবু অনিল বড়ুয়া, বৃহত্তর আধার মানিকের জন্মজাত সুসন্তান প্রকৌশলী অসীম বড়ুয়া, বৈদ্যপাড়া নিবাসী বাবু পুতুল বড়ুয়া, আবুরখীল নিবাসী ইঞ্জিনিয়ার প্রদীপ বড়ুয়া।
সব শেষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা প্রদিপ পুজা ও ফানুষ উত্তোলন করা হয় ।
Leave a Reply