1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর পরিবেশ সুরক্ষা স্কুল টিমের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত মহা সড়কে পটিয়া পৌরসভার ময়লার স্তূপ সরাতে সচেতন নাগরিক ফোরামের নাকধরা মানববন্ধন কর্মসূচি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, প্রাণে রক্ষা পেল শতশত যাত্রী  লংগদু উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান পানিতে ডুবে ৭ম শ্রেণীর ছাত্রের মৃত্যু কক্সবাজার যাওয়ার পথে সড়কেই ঝরলো বাবা-মেয়ের প্রাণ বাংলাদেশের চৌষট্টি জেলার রন্ধন রেসিপি -৩ যৌথ রন্ধন রেসিপি গ্রন্থের “সেরা রন্ধন রেসিপি লেখিকা ২০২৫” হলেন যারা আজাদী সবসময় নির্ভয়ে গণমানুষের অধিকারের কথা বলবে -নির্বাহী সম্পাদক শিহাব মালেক রাঙ্গামাটি সড়ক(ফিসারী বাঁধে) প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনার কারণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত রুয়ান্ডায় গরিলা নামকরণ উৎসবের ২০তম আসর উদযাপন

শিশুর মানসিক বিকাশে চাই পারিবারিক যত্ন সোমা মুৎসুদ্দী

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২৪ পঠিত

 

শিশুর মানসিক বিকাশে চাই পারিবারিক যত্ন। ছোট থেকেই একটি শিশু পরিবারের সাথে বেড়ে ওঠে ও পারিবারিক নানা নিয়মকানুন ও আচার আচরণ শেখে। কাজেই পারিবারিক আচার আচরণ ও নিয়মকানুন যদি সুন্দর হয় তবে শিশুরা অবশ্যই ভালো কিছু শেখে আর পরিবারের নানা রীতিনীতি যদি ভালো না হয় তবে সে শিশু কখনোই পরিবার থেকে ভালো কিছু শিখতে পারেনা। পরিবারে কখনো শিশুকে মিথ্যা বলা শেখানো উচিৎ নয়, তাছাড়া না বলে কারও জিনিসে হাত দেওয়া বা নেওয়া গুরুতর অপরাধ এই বিষয়ে ছোট থেকেই শিশুদের শিক্ষা দিতে হবে। পরিবারে গুরুজনদের প্রতি মা, বাবার আচরণ যদি সুন্দর ও শ্রদ্ধাপূর্ণ হয় তবেই ছেলেমেয়েরাও গুরুজনদের প্রতি, মা বাবার প্রতি সম্মান দেখাবে।কখনো পাড়া প্রতিবেশী বা অন্যদের বিরুদ্ধে আলোচনা, সমালোচনা করা শিশুদের সামনে পরিহার করতে হবে। অন্যকে সাহায্য করা বা যে কোনও মানবিক কাজগুলো ছোট থেকেই শিশুদের শেখাতে হবে।শিশুদের হাতে কখনোই টাকা দেওয়া বা অপ্রয়োজনীয় আবদার পূরণ করা থেকে বিরত থাকতে হবে। সামর্থ্য থাকলেও সব ধরণের খাদ্যাভাসে শিশুদের অভ্যস্ত করতে হবে।শিশুদের সামনে কখনোই ধনী -গরীবের বৈষম্য টেনে আনা উচিৎ নয়। তাদের বোঝাতে হবে আমরা সবাই মানুষ আর একে অন্যের বিপদে পাশে থাকতে হবে।তাছাড়া বাবা, মায়ের পাশাপাশি শিক্ষক এবং পাড়া প্রগিবেশিদের সাথেও সুন্দর আচরণ করা শেখাতে হবে।শিশুদের সামনে কখনো কোনও বিষয় নিয়ে ঝগড়া করা উচিৎ নয় এতে শিশুরা মনে আঘাত পায়, হীনমন্যতায় ভোগে ও ভবিষ্যতে হিংসাত্বক আচরণ নিয়ে বেড়ে ওঠে।বাবা মায়ের পাশাপাশি বা পরিবারের সাথে, সাথে নানা সামাজিক অনুষ্ঠানেও শিশুদের সাথে নিতে হবে, যাতে তারা ছোট থেকেই বুঝতে পারে সামাজিক আচার অনুষ্ঠান ও নীয়মনীতি সহ নানা আয়োজন সম্পর্কে।শিশুদের নিয়মিত বইমেলায় নিয়ে গিয়ে বই উপহার দেওয়া, তার জন্মদিনে গরীব শিশুদের খাওয়ানো বা বৃক্ষরোপনের মতো সামাজিক কাজগুলোতেও শিশুর অংশগ্রহণকেও উৎসাহিত করতে হবে।শিশুদের ছোট থেকেই খুব দামি পোশাকে অভ্যস্ত করা উচিৎ নয়। তাছাড়া, পড়ালেখার পাশাপাশি, গান, নাচ, আবৃত্তি, অভিনয় করা বা নানা খেলাতেও শিশুদের উৎসাহ দিতে হবে ও সহযোগীতা করতে হবে। সময়ের পড়া সময়ে ঠিক করলো কিনা বা তার মানসিক বিকাশে তাকে সাহায্যের হাত পরিবারকেই বাড়িয়ে দিতে হবে। শিশুরা ফুলের মতো যতই ভালো করে যত্ন করা হবে ততই চারদিকে সৌরভ ছড়াবে।স্কুলে বা বাসা পরিষ্কার করা পালাক্রমে ছোট, ছোট কাজ ছোট থেকেই শিশুদের শেখাতে হবে এবং শিশুকে মানবিক হতে সাহায্য করতে হবে। দেশকে ও দেশের মানুষের প্রতি ভালোবাসা শেখাতে হবে, তবেই শিশুর মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।শেষে পড়াশোনা, খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি যার, যার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শিশুকে, নামাজ ও প্রার্থনা শেখাতে হবে যাতে শিশুরা নীয়মনীতি আচারআচরণ ও সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে। অবসরে গ্রাম,বা বাইরে ঘুরতে নিয়ে গেলে প্রকৃতির সাথেও শিশুর সুন্দর বেড়ে ওঠা হবে। মনে রাখতে হবে পরিবার শিশুর প্রথম বিদ্যালয় কাজেই প্রতিটা ভালো কিছুর মাধ্যমে একটি শিশু সুন্দর ভাবে বেড়ে উঠবে আর ওদের মাঝ থেকেই আমরা পাবো ভবিষ্যতের,ডাক্তার,ইঞ্জিনিয়ার, ব্যাংকার,শিক্ষক,ব্যাবসায়ী, বা একজন ভালো রাজনীতিবীদ। কাজেই শিশুর সুন্দরভাবে বেড়ে ওঠা হোক পরিবার সমাজ ও দেশের সাথে।

লেখকঃ আবৃত্তিকার ও নিউজ প্রেজেন্টার
বিপল টিভি,ঢাকা

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট