1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন “ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ১ উপজাতি নারী গুরুতর আহত

  • সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ পঠিত

আনোয়ার হোছাইন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নারী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে নাইক্ষ্যংছড়ির নিকুছড়ি সীমান্তের বিপরীত দিকে মিয়ানমারের ভেতরে আনুমানিক ৪০০ মিটার অগ্রসর হলে এই দুর্ঘটনা ঘটে।

আহত নারীর নাম লাকি সিং (২৪)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সুমং, যিনি স্থানীয়ভাবে ‘গাছবুনিয়ার কারবারি’ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, লাকি সিং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের আরাকান আর্মি (AA) নিয়ন্ত্রিত ‘Aung Zan’ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বাঁশ কুরল কাটতে যান। এ সময় আগে থেকে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইনের বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। পরে সীমান্ত সংলগ্ন স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “আমরা ইতোমধ্যে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। আহত নারী মিয়ানমারের ভেতরে অনুপ্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সীমান্ত এলাকায় আরাকান আর্মির অবস্থান এবং পুঁতে রাখা মাইন বরাবরের মতোই উদ্বেগজনক। আমরা ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং স্থানীয় জনগণকে সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করছি।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সীমান্ত এলাকার পাহাড়ি জনগোষ্ঠীর অনেকে জীবিকার তাগিদে প্রায়শই মিয়ানমারের ভেতরে চলে যান। এ কারণে তাদের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “আহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে প্রাথমিক তথ্য পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রসঙ্গত, মিয়ানমারের আরাকান রাজ্যে চলমান গৃহযুদ্ধের কারণে সীমান্ত এলাকায় অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়েছে। সীমান্তবর্তী সাধারণ মানুষের জীবন ও জীবিকা এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট