
নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
বোয়ালখালীর আহলা দরবার শরীফে মহান আধ্যাত্মিক সাধক শাহসুফি হযরত মাজহারুল ইসলাম (প্রকাশ ইসলাম মওলা) রহ.-এর ৪৩তম বার্ষিক ওরশ শরীফ সফলভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠান।
রবিবার বাদে এশা আহলা দরবার শরীফ প্রাঙ্গণে তরিকতে মওলা গ্রুপ বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নায়েবে সাজ্জাদানশীন শাহাজাদা মুফতি সৈয়্যদ মাঈনুল ইসলাম জুনাঈদ।
মাওলানা ইসমাইল ভাণ্ডারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন — মাওলানা সেলিম ভাণ্ডারী, কাজী বাহাউদ্দীন ফারুক মুন্না, আবুল বশর চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. হাসান, শেখ মুহাম্মদ মনিরুদ্দীন, সজীব মেম্বার, নুরুল ইসলাম ভাণ্ডারী, আবু তাহের সওদাগর ও রেজাউল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন মো. সুমন, আব্দুল মান্নান, মাওলানা নাঈম উদ্দীন, শায়ের হাবিবুর রহমান, আলাউদ্দিন বিপ্লব, মো. আরমান, আজিম ভাণ্ডারী ও মোস্তাক ভাণ্ডারীসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন — ইসলাম মওলা (রহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর আদর্শে চললে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
দোয়া-মোনাজাত শেষে দরবার শরীফের পবিত্র মাজার জিয়ারত করেন উপস্থিত আশেকীনরা।
Leave a Reply