
নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মো. জয়নাল আবেদীন (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার বাহির সিগন্যাল এলাকার ঠাণ্ডা মিয়া চৌকিদার বাড়ি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত জয়নাল পটিয়া উপজেলার মালিয়ারা ইউনিয়নের মালেক ডিলারের বাড়ির বাসিন্দা মৃত মো. আবু ছৈয়দের ছেলে। জানা গেছে, তিনি ট্রেনের ছাদে করে পটিয়ায় যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসের ছাদে থাকা জয়নালসহ তিন যুবকের মধ্যে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির সময় তিনজনই নিচে পড়ে যান। এর মধ্যে জয়নাল গুরুতর আহত হন। বাকি দুই যুবককে স্থানীয়রা ধরেছিল, তবে পরে তারা সরে যায় বলে জানা গেছে।
স্থানীয়রা আহত জয়নালকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা জানান, আহত যুবকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে হহস্তান্তর করা হয়েছে।
Leave a Reply