
সুমন চৌধুরী
বান্দরবান সদর প্রতিনিধি;
বান্দরবান সদর উপজেলার ক্যাচিংঘাটা এলাকায় রোহিঙ্গা পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজল করিম (৭৫) ও আমেনা বেগম (৬০) নামে দুই ব্যক্তি দুর্নীতির মাধ্যমে বাংলাদেশি নাগরিক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন।
স্থানীয়দের দাবি, ফজল করিম ও আমেনা বেগম মূলত রোহিঙ্গা নাগরিক। তাদের কোনো ওয়ারিশ বা আত্মীয়স্বজন বাংলাদেশে নেই। এ বিষয়ে ফজল করিমের বড় ছেলে নুরু আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কতা বলে ফোন কেটেদেন। পরে তার ছোট ছেলে শাহ আলমের সঙ্গে কথা বললে তিনি ব্যক্তিগত কিছু নথিপত্র দেখালেও তার পিতা ফজল করিম ও আমেনা বেগমের কোনো পারিবারিক বা ওয়ারিশ সংক্রান্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এসময় শাহ আলম দাবি করেন, সে জাতীয়তাবাদী দল বি.এন.পি করে, বান্দরবান জেলা নেতাদের সাথে কিছু ছবি দেখিয়ে বলে বিষয়টি নিয়ে বেশি বারাবারি করবেন না আপনাদের সমস্য হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ফজল করিম ও আমেনা বেগমের ভাষা শুনেই বুঝা যায় তারা রোহিঙ্গা নাগরিক। উক্ত পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছে এবং প্রায় সময়ই বিভিন্ন লোকের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে। তাদের ধারণা, ফজল করিম ও আমেনা বেগম রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তির সহায়তায় ভুয়া পরিচয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছেন।
বান্দরবান জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা বলেন, বিষয়টি দ্রুত তদন্ত করা প্রয়োজন। প্রকৃতপক্ষে তারা যদি রোহিঙ্গা হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা বলেন, যদি কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখব এবং কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply