নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আদর্শ একটি গ্রাম লড়িহরা। এই গ্রামের তরুণদের সংগঠন “লড়িহরা একতা সংঘ” সেচ্চাসেবী এই সংগঠনের উদ্যোগে বদলে গেছে লড়িহরা গ্রামের সামগ্রিক দৃশ্যপট।
স্থানীয় সরকার , এলাকার বিত্তবান ব্যাক্তিবর্গের উন্নয়নের পাশাপাশি একঝাঁক তরুণ সেচ্ছাসেবী উদ্যোক্তার পরিকল্পনায় গ্রামটি শহরের রুপ ধারণ করেছে।
লড়িহরা গ্রামের দুই সড়কে লাগানো হয়েছে সড়কবাতি। এছাড়াও লড়িহরা ফোরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাজা নামাজের সুবিধার্তে লাইটিং এর ব্যবস্থা রাখা হয়েছে।
শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আসা গ্রামটিতে বিদ্যুৎ চলে গেলেও দেখা যাবে IPS বাল্ব এর আলো।
আইপিএস বাল্ব এর আলোয় সারারাত আলোকিত থাকায় চুরি, ডাকাতি সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ হবে সে আশাবাদ ব্যক্ত করছেন গ্রামবাসী ।
গ্রামের মানুষ দেশ বিদেশ যেখানেই রয়েছেন, সবাই আর্থিক ভাবে উন্নয়ন কাজে পাশে দাড়িয়েছেন , সংগঠনের পক্ষ হতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Leave a Reply