বীর পটিয়ার গর্ব,জাতির জনক ব্ঙ্গবন্ধু শেথ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক গণপরিষদ সদস্য,বর্ষীয়ান জননেতা, আলহাজ্ব সোলতান আহমদ কুসুমপুরীর ১৭ তম মৃত্যু বার্ষিকী আজ।
বীর সোলতান আহমেদ কুসুমপুরীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা বলেন – পটিয়ার সূর্য সন্তান বীর সুলতান আহমদ কুসুমপুরী সাহেব মুক্তিযুদ্ধের সংগঠক,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,মানুষের কল্যাণে কাজ করে যাওয়া একটি নাম। দেশপ্রেমিক লোক হিসাবে তার অবদান অতুলনীয়।পটিয়ার বিনির্মানে তার ভুমিকা অতুলনীয়। আজীবন মানুষ তাকে শ্রদ্ধা করবে।
জননেতা সোলতান আহমেদ কুসুমপুরীর স্মৃতি সংসদ তার বাড়ি পটিয়া গোরণখাইনে বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
Leave a Reply