নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সুলতান নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম সরোয়ার জানান, শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় বসবাসরত এক নারী শ্রমিক স্থানীয় শহিদের বাড়িতে ভাড়ায় বসবাস করতো। গত ১৯ এপ্রিল রাতে নানা অভিযোগ তোলে ওই নারী শ্রমিককে বাড়ি থেকে বের করে দেয় শহীদ। এই অবস্থা দেখে আশ্রয় দেওয়ার কথা বলে স্থানীয় মিজান ফকির নিয়ে যায় তার ভাড়া দেওয়া বাসার একটি রুমে। পরে গভীর রাতে প্রথমে কুপ্রস্তাব দেয় এবং পরে জোর করে তাকে ধর্ষণ করে মিজান ফকির। পরে দলবেঁধে আরও তিনজনের তাকে ধর্ষণ করে। পরে সে ওই বাসা থেকে পালিয়ে ঘোষণাটি স্বজনদের জানায় এবং থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় মামলা দায়ের করা হয় এবং মামলার দুই নাম্বার আসামি সুলতানকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply