মোহাম্মদ জুবাইরঃ
মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশন পৃষ্ঠপোষকতায় ২য় বারের মতো সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ইং চ্যাম্পিয়ন মাদাশা একাদশ। ফাইনালে ৩-০ গোলে হেলাল ফুটবল একাডেমী কে পরাজিত করে। মাদার্শা একাদশের পিন্ছু ১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেয়। ১৭মিনিটে মোঃ সাহেদ ৬৬ মিনিটে মোঃসাহেল গোল করে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহআলম এবং যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন লিটন সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ সোলায়মান,এতে আরো সিজেকেএস সহ-সভাপতি মোঃ দিদারুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন,নিবাহী সদস্য দিদারুল আলম দিদার টুনামেন্ট পরিচালনা কমিটি চেয়ারম্যান গোলাম মোঃ জোবায়ের, সচিব ইয়াসির আরাফাত।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন মাদাশা একাদশ কে চ্যাম্পিয়ন ট্রফি সহ চ্যাম্পিয়ন টফি শহর নগদ ১,৩০,০০০ হাজার টাকা রানার্সআপ ট্রফিসহ নগদ ৮০ হাজার টাকা এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মাদাশা একাদশ মোঃ জমির, সেরা গোলদাতা হেলাল ফুটবল একাডেমী সামির বাবু,সেরা গোলকিপার মাদাশা একাদশ মোঃ হাসান, সেরা কোচ মাদাশা একাদশের আবু সারওয়ার, সেরা ম্যানেজার শিকলবাহা স্পোর্টস একাডেমি আবদুল হালিম, সুশৃংখল দল মুহাম্মদ নগর ফুটবল একাডেমী।
Leave a Reply