নিজস্ব প্রতিবেদকঃ
ইংলিশ কাউন্সিল বিডি কর্তৃক আয়োজিত” English Competition and Prize Giving Ceremony 2021″ চকরিয়াস্থ বরইতলী দাখিল মাদ্রাসায় কোর্স ইন্সট্রাক্টর এ.এইচ.এম.সরওয়ার উদ্দিন এর সঞ্চালনায় বাশিশ সহ সভাপতি নূর মোহাম্মদ হানিফ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান চৌধুরী, সেক্রেটারি ও প্রধান সমন্বয়ক আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম বিভাগ, স্বাগত বক্তব্য রাখেন জালাল আহমদ সিকদার চেয়ারম্যান বরইতলী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আফসার উজ্জামান বদরখালী কলেজ, লায়ন ওসমান সরওয়ার চেয়ারম্যান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম,ছালেকুজ্জামান চেয়ারম্যান গ্রীনলাইট ফাউন্ডেশন, নুরুল আবছার প্রধান শিক্ষক বরইতলী উচ্চ বিদ্যালয়, খালেদা বেগম এম ইউপি বরইতলী ইউনিয়ন পরিষদ,জসিম উদ্দিন সুপার বরইতলী দাখিল মাদ্রাসা, মাস্টার বেলাল হোসেন প্রতিষ্ঠাতা উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়,মাহমুদুল হাসান সভাপতি উত্তর বরইতলী স.প্র.বিদ্যালয়,মোহাম্মদ মামুনুর রশিদ চেয়ারম্যান প্রার্থী কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ,ওসমান সরওয়ার শিক্ষক আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,মামুনুর রশিদ মার্কেটিং অফিসার প্রাণ আর এফ এল গ্রুপ ,মাহমুদ,আমিন,তারেক, আনিস,আবু হানিফ প্রমুখ প্রধান অতিথি বলেন, ‘সারাবিশ্বে ইংরেজি ভাষার প্রচলন ও গুরুত্ব অপরিসীম তাই সবাইকে এই ভাষা শিক্ষার মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলতে হবে।’ অন্যান্য বক্তারা প্রশিক্ষণার্থীদের ইংরেজি ভাষা শেখার পাশাপাশি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একটি সুদক্ষ জাতি গঠন ও বঙ্গবন্ধুর আদর্শের লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন ও গনতন্ত্রের মানসকন্যা ও মাদার অব হিউমিনিটির সোনালী বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং ইংলিশ কাউন্সিল বিডি এর প্রতিষ্ঠাতা সরওয়ার উদ্দিনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের পুরস্কার, সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।
Leave a Reply