1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারা প্রেস ক্লাবের ইতিহাস সম্বলিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ‘B For Bangladesh’-এর মানবিক প্রয়াস: এক বেলার আহার ৪.০ গ্রামীণ জনপদে শীতে খেঁজুর রস বিক্রি এখন আর চোখে পড়ে না -আলমগীর আলম চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান মেয়র ডা. শাহাদাতের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন পেকুয়ায় ধানের শীষের সমর্থনে এম এ কাইয়ুম ইশতিয়াকের মিছিলে গনজোঁয়ার চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত মাদার তেরেসা অ্যাওয়ার্ড–২০২৬ এপেক্স ক্লাব অব পটিয়ার শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন পোল্যান্ডের ক্রাকোতে উদ্বোধন করা হলো বাংলাদেশি গ্রোসারি সুপারশপ ‘লিটল এশিয়া গ্রোসারি অ্যান্ড হালাল মিট’ থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে বায়েজিদে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন,অভিযুক্ত নারী গ্রেপ্তার

ইমাম বুখারী রহঃ ও মুফতি আমিমুল ইহসান মুজাদ্দেদী বারকাতী রহঃ হাদীস জগতের উজ্জল নক্ষত্র-

  • সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭২৯ পঠিত

 

ইমাম বুখারী রহঃ ও মুফতি আমিমুল ইহসান মুজাদ্দেদী বারকাতী রহঃ হাদীস জগতের উজ্জল নক্ষত্র- অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী

৩০ মে ২০২২ ইং সোমবার বিকাল ৩ ঘটিকা হতে
চট্টগ্রাম বায়েজিদ থানাধীন অক্সিজেন শীতলঝর্ণাস্থ মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, বায়েজিদ থানা শাখা, ওয়ার্ড ও ইউনিট সমুহের ব্যবস্থাপনায় আমিরুল মুমিনীন ফিল হাদিস, সৈয়্যদুনা আবু আব্দুল্লাহ্ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহঃ, খাজায়ে খাজেগান হযরত খাজা ওসমান হারওয়ানী রাহঃ, ওস্তাজুল মুহাদ্দিসীন মুফতি আমিমুল ইহসান বারকাতী মুজাদ্দেদী রাহঃ’র স্মরণে ও অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী
হুজুরের সহধর্মিণী মরহুমা আলহাজ্বা সৈয়দা জাহানারা বেগমের পবিত্র দ্বি-মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে পবিত্র খতমে কুরআন মাজীদ, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে মজমূ’আহ্-এ সালাওয়াতে রসূল (দঃ), খতমে গাউসিয়া শরীফ, তকরির, মিলাদ-কিয়াম দোয়া-মুনাজাত মুফতি-এ আহলে সুন্নাত, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের
সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব।

এতে উপস্থিত ছিলেন আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন সাহেব, ফাইনান্স সেক্রেটারি জনাব মোহাম্মদ এনামুল হক বাচ্চু সাহেব, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ, শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা এম এ মান্নান, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি আলহাজ্ব আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দীন সোহেল, বায়েজিদ থানার সেক্রেটারি আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান সরদার, কুলগাওঁ আল আমিন হাশেমী দরবার শরীফের সজ্জাদানশীন পীরে তরিকত কাজী মাওলানা ছাদেকুর রহমান হাশেমী, মুফতি কাজী মাওলানা শাহেরদুর রহমান হাশেমী, দরবারে হাশেমিয়া আলিয়ার সাজ্জাদানশীন মাওলানা কাজী আবুল ইরফান হাশেমী, ছোবহানিয়া আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, ছিপাতলী বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ মাওলানা আহমদ হোসাইন আলকাদেরী, করিমিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমির আহমদ আনোয়ারী, মুজাহিদে আহলে সুন্নাত মাওলানা ফরিদুল আলম রেজভী, মুহাদ্দিস মাওলানা জসিমুদ্দীন আযহারী, মাওলানা হাফেয সৈয়দ আজিজুর রহমান, মাওলানা ড. মোহাম্মদ আবদুল হালিম কাদেরী, চট্টগ্রাম সার্দান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আযহারী, লালিয়ারহাট কাজীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আলকাদেরী, আযহারী সাইবার টীম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী , ফকিরচিল্লাহ জামে মসজিদের খতিব সৈয়দ মুনির উদ্দিন, গুলবাগ জামেমসজিদের খতিব মাওলানা সৈয়দ মাসউদুর রহমান হোসাইন, মসজিদে রহমানিয়া গাউসিয়ার খতিব মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন , ইসলামিয়া হাট উকিল মিয়া জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ আহমদ রেজা কাদেরী, মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল হক কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ রায়হান , মাওলানা ইমরান কাদেরী, হাফেজ ইকবাল হোসাইন রবি, সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের চট্টগ্রাম বায়েজিদ থানাসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট শাখা এবং আযহারী সাইবার টীম বাংলাদেশের সদস্য ও অসংখ্য নেতৃবৃন্দ।

এতে তকরির পেশ করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, উপাধ্যক্ষ মাওলানা ড. লিয়াকত আলী, চট্টগ্রাম ছোবহানিয়া আলিয়া মাদরাসার শায়খুল হাদিস, মুজাহিদে মিল্লাত আল্লামা কাজী মঈনুদ্দীন আশারাফী ও অধ্যক্ষ মাওলানা কাযী হারুনুর রশিদ আশরাফী।

মাহফিলের সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন- ইসলাম ও হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলািহির অবদান অপরীসিম। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি তাঁর অগাধ ভালবাসা কিয়ামত পর্যন্ত অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং খাজায়ে খাজেগান হযরত খাজা ওসমান হারওয়ানী রাহঃ, ঢাকা সরকারী আলিয়া মাদরাসার সাবেক হেড মাওলানা ও রাজধানী ঢাকা জাতীয় মসজিদের সাবেক খতিব ওস্তাজুল মুহাদ্দিসীন মুফতি আমিমুল ইহসান বারকাতী মুজাদ্দেদী রাহঃ এর ইলমী খেদমত ও ইসলামের প্রচার-প্রসারে তাঁদের ত্যাগ ও কুরবানী অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তাগণ -সৈয়্যদুনা আবু আব্দুল্লাহ্ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহঃ, খাজায়ে খাজেগান হযরত খাজা ওসমান হারওয়ানী রাহঃ, ওস্তাজুল মুহাদ্দিসীন মুফতি আমিমুল ইহসান বারকাতী মুজাদ্দেদী রহঃ এর চরিত্র, আদর্শ অনুসরণের জন্য উপস্থিত হাজার হাজার মুসল্লীদের প্রতি আহবান জানান। মিলাদ-কিয়াম দোয়া -মুনাজাত শেষে প্রায় ৭ হাজার মুসল্লী তাবারুক গ্রহন করেন।

পরিশেষে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ
বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী (মু,জি,আ)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট